আস্ সালামু আলাইকুম। মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য শিক্ষার কোন বিকল্প নেই। জ্ঞানের গভীরতা বাড়াতে, কাজের দক্ষতা বাড়াতে, দৃষ্টি ভঙ্গির পরিবর্তন ও আচরনের পরিবর্তন আনতে শিক্ষা লাভ করা অপরিহার্য্য। আমরা যারা শিক্ষক জাতির কাছে দায়বদ্ধ, ভবিষৎ প্রজন্মের কাছে প্রতিশ্রতি বদ্ধ। ‘‘শিক্ষা জাতির মেরুদন্ড” এবং শিক্ষিত সমাজ জাতির প্রানশক্তি। সমাজের বিদ্যমান অস্থিরতা ও সংকট মৌচনে শিক্ষাই অনুপ্রেরনা যুগে থাকে। নতুন প্রজন্মের জন্য উজ্জল ভবিষৎ নির্মানে শিক্ষিত সমাজই জাতির সত্যিকারের পথ প্রদর্শক। শিক্ষার নগরী রাজশাহীর রুয়েট চত্বর অবস্থিত অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়টি ১৯৭৫ইং সালে প্রতিষ্ঠিত। শিক্ষা বিস্তারে মহাবিদ্যালয়টির এ সুদীর্ঘ পথচলা সত্যিই গৌরবদীপ্ত। যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। জাতির কাঙ্খিত উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই। আদর্শ এই অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক মন্ডলীর আন্তরিক প্রচেষ্টায় মেধা মননের স্ফুরণ ঘটিয়ে সুন্দর আগামী রচনায় সহযাত্রী হিসেবে নিজেদের সুপ্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশ ও জাতির কল্যানে তাৎপর্য্য পূর্ণ অবদান রাখতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।
See More