সর্বশেষ

সর্বশেষ কোনো খবর প্রকাশিত হয়নি।।

Image of principal

মোঃ মোশারফ হোসেন বাচ্চু

সভাপতি

অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়
রুয়েট চত্বর, রাজশাহী

মানুষ জন্ম থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত অনেক কিছুই শেখে। কোনো ব্যক্তি যা কিছু শেখে তাকেই আমরা ‘শিক্ষা’ হিসেবে অভিহিত করতে পারি। এটি হলো শিক্ষার প্রাথমিক ধারণা। হিসেবে আমরা সমাজের প্রতিটি মানুষই শিক্ষিত কারণ শিক্ষার সাধারণ ধারণা অনুসারে প্রতিটি মানুষই কিছু না কিছু জানে বা পারে। আর সেই শেখাকে আরো বিকাশিত হওয়ার জন্য অগ্রণী বিদ্যালয় মহাবিদ্যালয় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। অত্র প্রতিষ্ঠানে অভিজ্ঞ শিক্ষকমন্ডলী ডিজিটাল শিক্ষাসামগ্রীসহ অপ্রতুল বই রয়েছে যা শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় বিকোশিত করবে বলে আমি বিশ্বাস করি। অত্র প্রতিষ্ঠানে সকল শিক্ষার্থীর সুস্বাস্থ্য উজ্জ্বল জীবন কামনা করছি। -সভাপতি।।

Image of principal

মোঃ সাইফুল হক

অধ্যক্ষ

অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়
রুয়েট চত্বর, রাজশাহী

শিক্ষা নগরী রাজশাহীতে অবস্থিত রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মনোরম পরিবেশে স্থাপিত অগ্রণী বিদ্যালয় মহাবিদ্যালয়। নার্সারি শ্রেণি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি (বিজ্ঞান, মানবিক ব্যবসায় শিক্ষা) পর্যন্ত পাঠদান করানো হয়। এছাড়া কারিগরি শিক্ষার জন্য নবম দশম ভোকেশনাল শাখা চালু আছে। হাতে কলমে শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়। অত্র প্রতিষ্ঠানে খেলার মাঠ, পর্যাপ্ত ক্লাসরুম, বিজ্ঞান গবেষণাগার, কম্পিউটার ল্যাব, শহিদ মিনার, লাইব্রেরি মসজিদ রয়েছে। যা সকল শিক্ষার্থীর সুশিক্ষা, সচ্চরিত্রবান আদর্শ নাগরিব হিসাবে গড়ে তুলবে বলে আমি বিশ্বাস করি। অত্র প্রতিষ্ঠানে সকল শিক্ষার্থীর সুস্বাস্থ্য কামনা করছি।–অধ্যক্ষ।।

Image of principal

মোঃ আশরাফুল ইসলাম

সহকারী প্রধান শিক্ষক

অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়
রুয়েট চত্বর, রাজশাহী

অগ্রণী বিদ্যালয় মহাবিদ্যালয়টি ১৯৭৫ খ্রিস্টাব্দ সাল থেকে অদ্যাবধি সুনামের সহিত শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে আসছে। অত্র প্রতিষ্ঠানে নার্সারি শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু আছে। শতভাগ পাশসহ অত্র প্রতিষ্ঠান সুনামের সাথে শিক্ষাদান করে আসছে। আমাদের এখানে আছে প্রত্যেক শ্রেণির জন্য আলাদা আলাদা শ্রেণি কক্ষ। লাইব্রেরিতে রয়েছে বিশাল বই ভান্ডার। খেলাধুলার জন্য রয়েছে বিশাল খেলার মাঠ। এছাড়া রয়েছে শেখ রাসেল কম্পিউটার ল্যাব বিজ্ঞান গবেষণা ল্যাব। সুদক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা শিক্ষার্থীদের পাঠদান করানো হয়। অত্র প্রতিষ্ঠানে সকল শিক্ষার্থীর সুস্বাস্থ্য উজ্জ্বল জীবন কামনা করছি।–সহকারী প্রধান শিক্ষক।।

প্রাথমিক কর্ণার

(১ম থেকে ৫ম শ্রেণি)

বিদ্যালয় কর্ণার

(৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি)

মহাবিদ্যালয় কর্ণার

(১১শ থেকে ১২শ শ্রেণি)